ঢাকা, মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির কারণে স্থগিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। 

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) বিকেল ৩টা থেকে শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর, ২০২৫ থেকে ২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এই শোক কর্মসূচির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ জানুয়ারির নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত কামনায় গত শুক্রবার (২ জানুয়ারি) দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি